|
FORBIDDEN TRUTH LYRICS
"Demo" (2004 Demo)
1. Dabonol 2. Bikrito 3. Abaruddho Bhor
1. Dabonol
এখানে রাত কাটে
গুলির শব্দে, বোমার আঘাতে
নতুন দিনটির শুরু
একই রকম অত্যাচারে
সভ্যতা এখানে
গোরস্থানের, উপর দাড়িয়ে
শুষ্ক মরু ভেজা
শহীদ রক্তে, নোনা জলে
সপ্নহীন, এখানে জীবন
ধ্বংসের অনল, মৃতের আয়োজন
দাবানল জ্বলছে জ্বলছে মরু বাকে
পুরছে পুন্য ভুমি জেরুজালেম
আত্মাহুতি লক্ষ কোটি প্রানের
চেয়ে দেখ ধ্বংস তোর, ইসরায়েল
আমার সন্তান খেলে
সত্যিকারের অস্র দিয়ে
UNICEF এর স্লোগান
এখানে নিস্চুপ, হয়ে থাকে তাই
AK-47, প্রেরনা দিয়ে, বাচিয়ে রাখে
সপ্নহীন দুচোখে, মুক্তি খোজে, উষ্ন বুলেটে
আজরায়েল, ইসরায়েল, কাউকে ভয় করেনা
সবকিছু হারিয়ে বুকে, বেঁধেছে বিধ্বংসী বোমা
দাবানল জ্বলছে জ্বলছে মরু বাকে
পুরছে পুন্য ভুমি জেরুজালেম
আত্মাহুতি লক্ষ কোটি প্রানের
চেয়ে দেখ ধ্বংস তোর, ইসরায়েল ।
2. Bikrito
জীর্ন সময়, আধারের হাত ছানি
সবই যেন, অশরীরী
আমাদের সবার এর মাঝে বসবাস
বিষাক্ত রক্ত, নিঃশ্বাস
অস্থির কুতসিত্‍, চিত্‍কারে
মূর্খের বসবাস, এ জগতে
সপ্নগুলো, হয়েছে অতীত
বেঁচে থাকা যেন, অতি প্রাকৃতিক
সত্য আজ, এ জনপদে
মিথ্যায় ঢাকা, প্রাচীরে
কুতসিত্‍ পাশাবিক, উল্লাসে
দানবের এই, সম্রাজ্যে
আমাদের আগামী নতুন দিন
আঁধারে ঢাকা যেন, চারিদিক
সম্মহিত এই, জনপদে
বেঁচে থাকা, আমাদের
বিকৃত এ সমাজে, ধ্বংশের আর্তনাদে, বসবাস
আঁধারের দাসত্বে
সৃংখলিত শরীরে
আমাদের পরিনাম
নিগৃহিত বাস্তবে
বিকৃত এ সমাজে, ধ্বংশের আর্তনাদে, বসবাস
অনন্ত গভীরে, আগামী সরে যায়, দীর্ঘশ্বাস
শেকড়ের গহীনে
লুকিয়ে থাকে
জমাট বাঁধা কান্না
বেদনার অভিশাপে
ইতিহাসের মাঝে যে সত্য
বহু দুরে, নির্বাসিত
অস্থির সময়, যেন নাগপাশে
পিশে ফেলছে, ক্ষনে ক্ষনে
বিকৃত এ সমাজে, ধ্বংশের আর্তনাদে, বসবাস
অনন্ত গভীরে, আগামী সরে যায়, দীর্ঘশ্বাস
3. Abaruddho Bhor
|
|